শহর প্রতিনিধি :
নারাযণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, গত কোরবানী ঈদে মাংস বিতরণের নামে একটি এনজিও রোহিঙ্গাদেও মাঝে অস্ত্র বিতরণ করেছে ।আমেরিকার প্রেসিডেন্ড ডোনাল্ট ট্রাস্পের কাছে প্রিয়া সাহা নামের এক নারি গিয়ে অনেক কিছু বলে আসছে । ডা. কামাল, মির্জা ফখরুলরা বিদেশীদের নিয়ে মিটিং করছেন। মনে রাখতে হবে এ দেশের মালিক বিদেশীরা না ।দেশের বাইরেও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা যখন শুনলাম তখনই এ সভার প্রস্তÍতি নিলাম।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া নবাব সলিমউল্লাহ সডকের উপর রুখে দাঁড়াও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।
জনসভায় শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের প্রশাসনের ভাইরা শুদ্ধি অভিযান চালান। আমি একটা মানুষ। তার মানে এইটা না যে, আমার কথা শুইনাই সবসময আমার কর্মীরা চলবে। কারণ সবারই আত্মসম্মানবোধ আছে হঠাৎ কইরা একেকজনের সাথে একেকটা সমস্যা হবে। নারাযণগঞ্জ আওযামী লীগ মানে আগুন নিয়ে খেলা। কারোর কথায আগুন নিয়ে খেলবেন না। পারবেন না। জিযা, এরশাদ, খালেদা জিযা পারে নাই। আর এটাতো শেখ হাসিনার বাংলাদেশ।তিনি আরও বলেন, আমরা যারা এমপি, মন্ত্রী তাদের প্রধানমন্ত্রী একটা কথাই বলেছেন- সব মানবো, সব ছাড দেবো কিন্তু তৃণমূলের নেতাকর্মীকে যদি কোন মন্ত্রী, এমপি অসম্মান করেন আমি ছাড দেবো না। আমি সেই শেখ হাসিনার কর্মী। তৃণমূলের নেতাকর্মীদের সাথে আছি, ছিলাম, থাকবো। যে কযদিন শরীরে প্রাণ আছে ততদিন আপনাদের সাথে আছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল , মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম, এড. ওয়াজেদ আলী খোকন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ফতুল¬া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সোনারগাঁ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূইয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের প্রশাসনের ভাইরা শুদ্ধি অভিযান চালান – শামীম ওসমান
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১০:১১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
- ২০৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ