সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জের তিনটি স্পটে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার(৩০) আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজি মতিউর রহমান মতির উদ্যোগে সুমিলপাড়া আইলপাড়া নুরে মদিনা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে, বার্মাশিলে বাংলাদেশ ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গোদনাইল পদ্মা ডিপো শাখার ও এসও এলাকায় বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়স মেঘনা ডিপো শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শাহাদাত বরণকারী সদস্যদের বিদেহী আতœার মাগফেরাত কামনা কয়ে বিশেষ দোয়া মোনাজাত শেষে রান্না কড়া কিছুড়ী বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান। বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান,সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, যুগ্ন সম্পপাদক বাবু কালিপদ মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক হোসেন আলম মেম্বার,নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, যুবলীগ নেতা আনোয়ার হোসেন মেহেদী, আশরাফ উদ্দিন, খন্দকার মানিক মাষ্টারসহ প্রমুখ।