নারায়ণগঞ্জ ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জ আ’ লীগের গর্বের দুর্গের দুর্বলতা স্পষ্ট রিয়াদে প্রবাসী লেখকের ১০ম বইয়ের মোড়ক উন্মোচন সোনারগাঁয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে মহাসড়ক অবরোধ পাইনাদী নতুন মহল্লা সমাজকল্যাণ সংস্থার কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের মহাসড়ক যেন ময়লার ভাগাড়,দূষিত পরিবেশে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের অর্থ আত্নসাত করেও অপপ্রচারে লিপ্ত জামান সোনারগাঁ জামপুরে খোকার সন্ত্রাসী হামলায় দলিল লেখক রতন আহত র্যাবের হাতে চাদাঁবাজির টাকাসহ ৬ চাদাঁবাজ গ্রেফতার

নাসিক ৪নং ওয়ার্ডের শিমরাইলে হাত বাড়ালেই মাদক ঃ প্রশাসন নিরব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
  • ১৭৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ৪নং ওয়ার্ডে হাত বাড়ালেই মিলছে মাদক, স্থানীয় প্রশাসন নিরব, দেখার জেন কেহ নেই। মাঝেমধ্যে ছোট-খাট অভিযান পরিচালিত হলেও চিহিৃত মাদক ব্যবসায়ীরা থাকছে ধরা ছোয়ার বাহিরে। মাদকের ভয়াল থাবা থেকে এলাকার তরুন, ছাত্র ও যুব সমাজকে বাচাঁতে প্রশাসনের উদ্ধর্তন মহলের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন এলাকাবাসী।
নাসিক ৪’নং ওর্য়াড এলাকাসীদের কাছে চিহিৃত মাদক ব্যবসায়ী শিমরাইল এলাকার জমসেরের ছেলে আলীনুর, সিরাজুলের ছেলে মোহাম্মদ আলী@ফেনসি আলী তার ছোট ভাই মুক্তার, জমসেরের ভাতিজা আফানুর, শিপনের ছেলে বকুল, রবিউলের ছেলে মাসুদ, মাসুদের বাবা রবিউল, হাসেমের ছেলে আলী আহম্মেদ, আলী আহম্মেদের স্ত্রী পরিভানু, আলী আহম্মেদের মেয়ে টুনি, নজরুলের স্ত্রী হাসু, আজু মিয়ার মেয়ে নাজমাসহ আরো অনেকে এ মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসায়ীদের অনেককে শেল্টার দিয়ে আসছে মৃত রফিক মেম্বারের ছেলে জাহাঙ্গীর ও তার স্ত্রী সুমী।

বিশেষ করে শিমরাইল উত্তরপাড়া এলাকায় আলীনুর, বকুল, আফানুর, শিমরাইল দক্ষিনপাড় রিনালয় সিএনজি পাম্পের উত্তর পাশে, মোহাম্মদ আলী@ ফেনসি আলী তার ছোট ভাই মুক্তার, মাসুদ, মাসুদের পিতা রবিউল, নজরুল, নাসির শিমরাইল পেপার মেইল এলাকায় পরিভানু, সুমি দবুর বাড়ীর সাথে রিতিমত সিনামা হলের ন্যায় মাদক বিক্রির জন্য কাউন্টার খুলে দেদারছে সকল প্রকার মাদক বিক্রি করছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে আসছে। মাদক ব্যবসায়ীদের আটক না করে উৎপেতে থেকে মাদকসেবীদের গ্রেফতার করে সামারী বানিজ্য চালিয়ে আসছে। স্থানীয় প্রশাসন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সচেতন মহল মনে করেন এদের সাথে প্রশাসনের আতাঁত রয়েছে। সব দিক বিবেচনা করে এমন কয়েকটি চিহিৃত স্পট রয়েছে যার সমূলে উৎখাত না করলে পরিনাম হবে ভয়াভহ। ৪নং ওর্য়াড এলাকার তরুন, ছাত্র ও যুব সমাজকে বাচাঁতে প্রশাসনের উদ্ধর্তন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।###########

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জ আ’ লীগের গর্বের দুর্গের দুর্বলতা স্পষ্ট

নাসিক ৪নং ওয়ার্ডের শিমরাইলে হাত বাড়ালেই মাদক ঃ প্রশাসন নিরব

আপডেট সময় : ০৭:২১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ৪নং ওয়ার্ডে হাত বাড়ালেই মিলছে মাদক, স্থানীয় প্রশাসন নিরব, দেখার জেন কেহ নেই। মাঝেমধ্যে ছোট-খাট অভিযান পরিচালিত হলেও চিহিৃত মাদক ব্যবসায়ীরা থাকছে ধরা ছোয়ার বাহিরে। মাদকের ভয়াল থাবা থেকে এলাকার তরুন, ছাত্র ও যুব সমাজকে বাচাঁতে প্রশাসনের উদ্ধর্তন মহলের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন এলাকাবাসী।
নাসিক ৪’নং ওর্য়াড এলাকাসীদের কাছে চিহিৃত মাদক ব্যবসায়ী শিমরাইল এলাকার জমসেরের ছেলে আলীনুর, সিরাজুলের ছেলে মোহাম্মদ আলী@ফেনসি আলী তার ছোট ভাই মুক্তার, জমসেরের ভাতিজা আফানুর, শিপনের ছেলে বকুল, রবিউলের ছেলে মাসুদ, মাসুদের বাবা রবিউল, হাসেমের ছেলে আলী আহম্মেদ, আলী আহম্মেদের স্ত্রী পরিভানু, আলী আহম্মেদের মেয়ে টুনি, নজরুলের স্ত্রী হাসু, আজু মিয়ার মেয়ে নাজমাসহ আরো অনেকে এ মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসায়ীদের অনেককে শেল্টার দিয়ে আসছে মৃত রফিক মেম্বারের ছেলে জাহাঙ্গীর ও তার স্ত্রী সুমী।

বিশেষ করে শিমরাইল উত্তরপাড়া এলাকায় আলীনুর, বকুল, আফানুর, শিমরাইল দক্ষিনপাড় রিনালয় সিএনজি পাম্পের উত্তর পাশে, মোহাম্মদ আলী@ ফেনসি আলী তার ছোট ভাই মুক্তার, মাসুদ, মাসুদের পিতা রবিউল, নজরুল, নাসির শিমরাইল পেপার মেইল এলাকায় পরিভানু, সুমি দবুর বাড়ীর সাথে রিতিমত সিনামা হলের ন্যায় মাদক বিক্রির জন্য কাউন্টার খুলে দেদারছে সকল প্রকার মাদক বিক্রি করছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে আসছে। মাদক ব্যবসায়ীদের আটক না করে উৎপেতে থেকে মাদকসেবীদের গ্রেফতার করে সামারী বানিজ্য চালিয়ে আসছে। স্থানীয় প্রশাসন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সচেতন মহল মনে করেন এদের সাথে প্রশাসনের আতাঁত রয়েছে। সব দিক বিবেচনা করে এমন কয়েকটি চিহিৃত স্পট রয়েছে যার সমূলে উৎখাত না করলে পরিনাম হবে ভয়াভহ। ৪নং ওর্য়াড এলাকার তরুন, ছাত্র ও যুব সমাজকে বাচাঁতে প্রশাসনের উদ্ধর্তন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।###########