নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে সতের বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত গভীর রাতে আদমজী সুমিলপাড়া আইলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত মোক্তার হোসেন বন্দর থানার কামতাল এলাকার আব্দুল করিমের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানায়, তার বিরুদ্ধে ২টি মামলায় ১৭ বছরের সাজা দেয় আদালত। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।