সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে গোদনাইল বার্মাশিল এলাকায় নারায়ণগঞ্জ-আদমজী শিমরাইল সড়কে এঘটনা ঘটে। এতে আধাঘন্টা সড়কে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দূরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী মিনি বাস নারায়ণগঞ্জ যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা নীট কনসার্ন পোশাক কারখানার স্টাফ বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। দুইটি বাসের চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দূরন্ত বাস চালক মেহেদি মারা যায়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত দুইটি বাস সড়ক থেকে সরিয়ে যানজট মুক্ত করা হয়েছে। মেহেদী নামে একজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করে তিনি জানান তাৎক্ষনিক ভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।