সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে একটি বিদেশী পিস্তল দুই রাউন্ড তাজা গুলিসহ কাউন্সিলর শাহ জালাল বাদলের অন্যতম সহযোগী ইসমাইল মিয়া (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার দুপুরে র্যাবের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন গনমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করে জানায় বুধবার দিবাগত রাতে কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত ইসমাইল কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার পীরপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। সে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের আদর্শনগর এলাকার কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়ীর ভাড়াটিয়া।
র্যাব আরো জানায়, ইসমাইল দীর্ঘদিন ধরে চিটাগাং রোড এলাকায় ছিনতাই, চাঁদাবাজি করে আসছিল। তার নামে চাঁদাবাজির মামলা রয়েছে। গ্রেফতারকৃত ইসমাইল আলোজি ৭ খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নুর হোসেনের ভাতিজা নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যমত সহযোগী। সে বাদলের শেল্টারে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজী করে আসছে। তাদের সংঘবদ্ধ একটি সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেট কাউন্সিলর বাদলের চাঁদাবাজীর নিয়ন্ত্রণ করে থাকে।