সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :ফেইসবুকে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের অভিযোগে মুফতী ছানাউল্লা চাঁদপুরীকে আটক করেছে র্যাব-১১। গত শনিবার রাতে মু›সীগঞ্জ জেলার লৌহজং থানার দারুল উলুম খিদিরপাড়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। তার ব্যবহৃদ দুইটি মোবাইল ফোসসেট উদ্ধার করা হয়েছে।
ধৃত মুফতী ছানাউল্লা চাঁদপুরী ওই মাদ্রাসার প্রধান শিক্ষক। তার বাড়ী চাঁদপুর জেলার মতলব থানার বাকরা এলাকায়।
রোববার দুপুরে র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরীত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে, মুফতী ছানাউল্লাহ চাঁদপুরী দীর্ঘদিন ধরে মোবাইলসহ নানা রকমের ইলেক্ট্রিক ডিভাইস ব্যবহার করে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে আসছে। গত ২৬ জুলাই তার ব্যবহৃত “মুফতী ছানাউল্লাহ চাঁদপুরী’’ নামের ফেসবুক পেইজ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় একটি মসজিদে সম্প্রতি আগুন লাগার ঘটনায় অমুসলিমরা জড়িত রয়েছে মর্মে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃংখলার অবনতি ঘটানোর জন্য উস্কানিমূলক তথ্য প্রচার করেছে। যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। এছাড়াও গত ১৭ জুলাই তার ফেসবুক আইডি থেকে ভারতে গরুর গোশত থাকার সন্দেহে মাদ্রাসায় আগুন দিয়েছে হিন্দু সন্ত্রাসীরা শীর্ষক শিরোনামে একটি স্ট্যাটাস দিয়ে জনমনে বিভ্রান্তি ও ধর্মীয় বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে র্যাবের গোয়েন্দা নজরধারীর ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন বলে জানায় র্যাব।
সংবাদ শিরোনাম ::
ফেইজবুকে গুজব ছড়ানো অভিযোগে মুফতী আটক
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
- ১৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ