সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ১১ বছরের পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার। বুধবার সকাল ১০ টার দিকে আটি ওয়াপদা কলোনী এলাকার পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ধৃত শিক্ষকের নাম শাহাবুদ্দিন আহমেদ টিটু (৪৫)। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ভাঙ্গাখালী গ্রামের মৃত হাশেম উদ্দিনের ছেলে। সে ওই স্কুলের ইংরেজি বিষয়ক শিক্ষক।
ছাত্রীর মা এর বরাদ দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর শাহিন শাহ পারভেজ জানান, সকালে স্কুলে কোচিং করতে গেলে শিক্ষক শাহাবুদ্দিন ওই ছাত্রীকে তার কক্ষে ডেকে নেয়। তখন ছাত্রীর স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে উত্তেজিত ও পরনের কাপড় খোলার চেষ্টা করে লম্পট শিক্ষক। এসময় ওই ছাত্রী কাপড় খোলতে বাঁধা দিয়ে কান্ন শুরু করে। তখন এ কথা কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়। পরে ছাত্রীটি বাড়ী গিয়ে এ ঘটনা তার মাকে জানায়। সাথে সাথেই মা থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে উপ-পরিদর্শক আবু সাইদ স্কুলে গিয়ে শিক্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।