সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহ মিমাংশা করতে এসে অবরুদ্ধ ও লাঞ্ছিত হয়েছেন কমিল্লার সংরক্ষিত আসনের মহিলা এমপি সেলিনা। ভাংচুর করা হয়েছে তার গাড়ী। বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯ টায় ওমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর শাহীন শাহ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১০ টার দিকে এমপিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন। হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলসহ ১০ জনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় এমপির আতœীয় মো: সোহেল বাদী হয়ে আটককৃত ১০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় ফ্রান্স প্রবাসী মো: কালু মিয়ার বাড়ীর চার তলার একটি ফ্যাট বাসায় ভাড়া থাকেন হাফেজ আহমেদ ও তার স্ত্রী সালমা। গতবছরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাফেজ আহমেদ তার স্ত্রী সালমাকে মারধরসহ নানা ভাবে নির্যাতন করে আসছে। সালমা এমপি সেলিনার খালাতো বোন হয়। আতœীয়তার সুবাধে স্বামী স্ত্রীর বিরোধ মিশাংশা করতে এমপি বুধবার রাত ৯ টায় তার আতœীয় সোহেল ও সালমার পিতা জয়নাল আবেদীনকে সাথে নিয়ে ওই বাড়ীতে আসেন। আলাপ আলোচনার মাধ্যমে স্বামী-স্ত্রীর বিরোধ মিশাংশা করার চেষ্টা করেন তিনি। পরে রাত সাড়ে ৯ টার দিকে এমপি চলে যাওয়ার সময় তাঁর ভগ্নিপতি হাফেজ আহমেদ বাড়ীর প্রধান গেইট বন্ধ করে বাচাঁও বাচাঁও চিৎকার শুরু করে। চিংকার শোনে প্রতিবেশীরা এগিয়ে এসে হাফেজ আহমেদকে মারধর করা হচ্ছে মনে করে এমপি ও তার সাথের লোকজনের উপর হামলা চালায়। তখন এমপি বাড়ীর নিচ তলার একটি ফ্যাটে আশ্রয় নেয়। বাড়ীর সামনে পার্কিং করে রাখা এমপির গড়ি(ঢাকা মেট্রো-ঘ-১৫-৬৩৮০) ভাংচুর ও বাড়ীটি ঘেরাও করে উত্তেজিত জনতা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর শাহীন শাহ পারভেজ ঘটনার সত্যতা শিকার করে জানান, এ ঘটনায় ১০ জনকে আটক ও মামলা হয়েছে।