সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে পরিবহণ সেক্টর ও ফুটপাথে চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত শ্রমিকলীগ সভাপতিসহ চার নেতাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব-১১। বুধবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় চাঁদাবাজির ৭ হাজার ৫‘শ টাকাসহ শিমরাইল মোড় থেকে র্যাব তাদের গ্রেফতার করে।
ধৃতরা হলো, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা জাসদের (ইনু) সভাপতি এসএম মাসুদ রানা, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক ও ইলিয়াস মোল্লা।
র্যাব-১১ এর সহকারী পরিচালক,অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কে চলাচলরত বিভিন্ন পরিবহন ও ফুটপাথ থেকে চাঁদা আদায় করতো। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দুইটি চাঁদাবাজির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির কথা স্বিকার করেছেন।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় শ্রমিকলীগ সভাপতিসহ ধৃত চার নেতাকে আদালতে প্রেরণ
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
- ১৩১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ