সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপড়া এলাকায় হাসপাতাল নির্মাণ করার কথা বলে জমি নিয়ে পরিবার পরিকল্পনা অফিসের আবাসিক ভবন করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার দুপুর ১২ টায় হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা ক্ষোভের সাথে বলেন, জালকুড়ি, ভুইগড় ও দেলপাড়াসহ আশ পাশের এলাকার মানুষ তাদের সকল ধরনের চিকিৎসা সেবা প্রাপ্তির লক্ষে একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সরকারকে স্বপ্রনোদিত হয়ে জমি দান করেছিল। কিন্তু সরকার আমাদের কাছ থেকে জমি নেওয়ার আগে এখানে জেনারেল হাসপাতাল করার আশ্বাস দিলেও সেখানে প্রাথমিক ভাবে পরিবার পরিকল্পনার অফিস গড়ে তুলে। বর্তমানে সেই হাসপাতালের জায়গায় পরিবার পরিকল্পনার আবাসিক ভবন তৈরীর জন্য উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী হতাশ হয়েছেন। সরকারী সংশ্লিষ্ট সংস্থার কাছে এলাকাবাসীর দাবী যেন তাদের দীর্ঘ প্রতিক্ষীত চাওয়াকে গুরুত্ব সহকারে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হয়।