সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে আল-আমিন (১৭) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আল আমিন মিজমিজি এলাকার আলমগীরের বাড়ীর ভাড়াটিয়া আনোয়ারের ছেলে।
মঙ্গলবার(২৫ জুন) দুপুরে ধর্ষিতার মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত সোমবার সকালে আল-আমিন আইসক্রিম খায়ানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির নিন্মাঙ্গে রক্তকরণ হওয়ায় কান্না শুরু করে। এসময় শিশুটির মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে আল আমিন শিশুটিকে ঘর থেকে বেড় করে দেয়। পরে শিশুটি নিজের বাসায় গিয়ে তার দাদীকে ঘটনা জানায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি(আপারেশন) জসিম উদ্দিন জানায়, অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার ও ধর্ষিতা শিশুর ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
- ৮২ বার পড়া হয়েছে
ট্যাগস :