সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :জ্বিন তাড়াতে গিয়ে ভন্ড কবিরাজের নির্মম নির্যাতনে প্রাণ হারালো গৃহবধূ শাহানাজ আক্তার শিখা(২৫)। সিদ্ধিরগজ্ঞের মিজমিজ চৌধুরীপাড়া এলাকায় গত বুধবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রাতেই কবিরাজ জেসমিন ও তার স্বামী ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের মা সুরাইয়া বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় কবিরাজ দম্পত্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে।
নিহত শাহানাজ আক্তার শিখা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার কাউনিয়া গ্রামের মো: হিরন মিয়ার স্ত্রী। তিনি ঢাকার কদমতলী থানার তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকার রহমান মঞ্জিল ভবনের ভাড়াটিয়া।
ধৃত কবিরাজ জেসমিন চাঁদপুর জেলার মতলব থানার মান্দারতলী গ্রামের মো: ফারুক হোসেনের স্ত্রী। তিনি তার স্বামী ফারুক হোসেনের সাথে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় মো: বিল্লার মিয়ার বাড়ীতে ভাড়া থাকেন।
জানা গেছে, শিখার অসাভাবিক আচরণে তার স্বজনদের ধারনা জ্বিনের আঁচর পড়েছে। তাই শিখাকে নিয়ে তার মা জ্বিন তাড়াতে আসেন মিজমিজি চৌধুরীপাড়া কবিরাজ জেসমিনের কাছে। তখন জেসমিন জ্বিন তাড়াতে শিখাকে মারধর করে। তার নির্মম নির্যাতনে ঘটনাস্থলেই শিখা মারা যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: ইব্রাহীম পাটুয়ারি জানায়, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে কবিরাজ জেসমিন ও তার স্বামী ফারুক হোসেনকে গ্রেফতারা করা হয়। কবিরাজের নির্যাতনেই শিখা আক্তারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।