সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র ফেডারেশনের সভাপতি কাজী জোবায়ের রহমান আশিককে (২২) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় থানার উত্তর আজিবপুর রেললাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আশিকের সহযোগীরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে। তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ সদস্য দ্বীপক কুমার, জাহাঙ্গীর ও জমসের আলম আহত হয়।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জে স্পেশাল ডিউটি করাকালীন উত্তর আজীবপুর কোনাবাড়ীর সামনে কাজী জোবায়ের রহমনা আশিক ও কাউছার একটি রিক্সাযোগে যাওয়ার সময় পুলিশ আটক করে। এসময় আশিকের দেহ তল্লাশী করে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে যাওয়ার সময় আজিবপুর রেললাইন এলাকায় পৌছলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র ফেডারেশনের সভাপতি কাজী জোবায়ের রহমান আশিকের সহযোগী মোতাহের হোসেন, কাজী বাবুল, কাজী মনির, কাজী বাপ্পি, শাওন ডাক্তার, মহর, মীর সাহেবসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন পুলিশের গাড়ির গতিরোধ করে পুলিশের উপর চড়াও হয়। এসময় আসামীর পরে লোকজনের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি এক পর্যায়ে আসামীদের ছিনিয়ে নেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে কাজী জোবায়ের রহমান আশিক, কাজী মোতাহার হোসেন ও কাজী বাবুলকে গ্রেফতার করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় দু,টি মামলা দায়ের করা হয়েছে।