সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : দেশি বিদেশী অস্ত্রসহ মো: আজাহার খন্দকার(৫০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার পলাশ থানার ডাংগা গ্রামে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে।
তার হেফাজত থেকে ১ টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলিসহ ১টি ভরা ম্যাগাজিন, ১টি ধারালো কিরিস, ২টি চাইনিজ কুড়াল, ১ টি হাইসা ও ৫টি রাম দা উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ এর সদর দপ্তর থেকে সি.পি.এস.পি উপ-পরিচালক কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, ধৃত আজাহার খন্দকার দীর্ঘদিন ধরে পলাশ থানার ডাংগা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংুদ্ধ জনগন কথা বলার এবং প্রতিকার চাওয়ার সাহস পেতো না। প্রকাশ্যে অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করত। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও বিভিন্ন অপরাধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।