সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের ১ কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে মিন্ট (৪৩) নামে এক ভন্ড কবিরাজ ও তার সহযোগী মাহাদী হাসান খানকে(২৭) গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করে কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য রোববার সকালে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেছে।
ধৃত ভন্ড কবিরাজ মিন্টু সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার আবদুল বারেকের ছেলে। আর সহযোগী হাসান মাহাদী খান রংপুর জেলার কোতয়ালী থানার সাহেবগঞ্জ এলাকার অজিত খানের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার মানিক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানায়, চিকিৎসা করার জন্য গোদনাইল ২ নং ঢাকেশ্বরী এলাকার ওই কিশোরী জীন সাধক কবিরাজ মিন্টুর কাছে আসা যাওয়া করতো। সে সুবাধে গত ৮ মে কবিরাজ মন্টু ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরন করে কুমিল্লা জেলার একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাকে আবার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এনে একটি বাড়ীতে আটক করে রাখে। গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার বিকেলে কিশোরীকে উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারের পর কিশোরী জানায় তাকে ধর্ষণ করা হয়েছে। তিনি আরো জানান, ৯ মে অপহৃত কিশোরীর পিতা থানায় সাধারণ পায়েরী করে। এর সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে তাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে।