সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ক্যামিষ্ট ছাড়াই অবৈধ কারখানায় যৌন উত্তেজন জিনজেন সিরাপসহ কয়েক ধরনের ওষুধ তৈরি করার অভিযোগে মালিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। জব্দ করা হয়েছে সাড়ে ৩ হাজার বোতল সিরাপসহ অন্যান্য ওষুধ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় বিসমিল্লাহ ট্রেডার্স নামক কারখানায় র্যাব এ অভিযান চালায়।
ধৃতরা হলো, কারখানা মালিক মো: রাসেল মোল্লা, জিএম কামাল হোসেন, কর্মচারী মিলন ও সবুজ। অভিযানে উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর পুলিশ সুপার মেজর তালুকদার নাজমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন ও নারায়ণগঞ্জ ড্রাক সুপার কামাল হোসেন।
র্যাব-১১ এর পুলিশ সুপার মেজর তালুকদার নাজমুস সাকিব জানায়, এ কারখানার জিনজেন সিরাপ তৈরির অনুমতি গত ২ বছর আগেই বাতিল করা হয়েছে। এ ধরনের সিরাপ তৈরির উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এই কারখানায় গোপনে জিনজেন সিরাপসহ আরো কয়েক ধরনের ওষুধ তৈরি ও বাজারজাত করা হচ্ছে। গোপন সূত্রে এ খবর পেয়ে অভিযান চালানো হয়। তিনি আরো জানান,ধৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।