সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ফোনে পর্ণো ভিডিও দেখিয়ে ৭ বছরের দুই শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিয়াজ(৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন এক শিশুর মা। ধৃত রিয়াজ পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার পশুরী বুনিয়া এলাকার বেলায়েত আলী সিকদারের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া এলাকার সোহেল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক(অপারেশন) এইচ এম জসীম উদ্দিন জানান, অভিযোগকারী ও তার এক প্রতিবেশী কাজ করেন পোশাক শিল্প কারখানায়। প্রতিদিনের মত তারা কাজে চলে যাওয়ার পর অভিযুক্ত রিয়াজ তাদের ৭ চছরের শিশু কন্যাকে সকাল ৯ টার দিকে নিজ ঘরে ডেকে নিয়ে টেলিভিশন ও মোবাইল ফোনে যৌন মিলনের ভিডিও দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। শিশু দু,টি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।