সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আদমজীতে আত্নকর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বী হতে ফরগটেন পিপল অরগানাইজেশন (এফপিও) এর প থেকে নারীদের সেলাই মেশিন এবং দুঃস্থ মহিলাদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নাসিক ৬নং ওয়ার্ডস্থ বিহারী ক্যাম্পে এ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আবুল হাসনাত কবীরের সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রণালয়ের ডিজি মোঃ আব্দুল মজিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন সহ সংগঠনটির কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, আধুনিক বাংলাদেশের উন্নয়নে নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের সকল সুযোগ-সুবিধা প্রদান করছে। অতএব নারীদেরকে সমাজের বোঝা না ভেবে সর্ব েেত্র তাদের অংশগ্রহণের সমান সুযোগ দিতে হবে। তাহলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।