নারায়ণগঞ্জ ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজের অপকর্ম ঢাকতে মহানগর ছাত্রদল সভাপতি সাগরের বিরুদ্ধে শামিম ঢালীর মানববন্ধন সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার চাঁদাবাজি, বিচাররের দাবিতে মানববন্ধন রূপগঞ্জের ফকির ফ্যাশন লিঃ শ্রমিকদের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর চাঁদাবাজিকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ আহত-৮ নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতির নাম ভাঙ্গিয়ে শামিম ঢালীর চাঁদাবাজি  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আটককৃত এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু মহানগর বিএনপি সদস্য সচিবের মামলায় ৫৩ জনের নামে, অজ্ঞাত ১৫০ নারায়ণগঞ্জ জেলায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা না করায় অবৈধ ঘোষণা বাংলাদেশের গার্মেন্ট শিল্প সরিয়ে নিতে ষড়যন্ত্র হচ্ছে- বিকেএমইএর সভাপতি নানা আয়োজনে রিয়াদে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ওসির নাম ভাঙ্গীয়ে লিটনগংদের মহাসড়কে চাঁদাবাজী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • ২২০ বার পড়া হয়েছে

প্রতিদিন আদায় হচ্ছে ২৫’হাজার, মাসে সাড়ে ৭’লাখ টাকা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ওসির নাম ভাঙ্গীয়ে মহাসড়কে চাঁদাবাজী, প্রতিদিন আদায় হচ্ছে ২৫’হাজার টাকা, মাসে সাড়ে ৭’লাখ টাকা। সরকারী দলের ছত্রছায়ায় চাঁদবাজ লিটনগংরা এ চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গোপন সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় দিয়ে দেশের প্রায় ২২’টি জেলার যাত্রী পরিবহন চলা-চল করে আসছে। এর মধ্যে সবকটি জেলার বাস কাউন্টার রয়েছে শিমরাইল মোড়ে। যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের মধ্যে ১২’টি সড়কে চলাচলরত ভিবিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় হচ্ছে। প্রতিদিন চাঁদাবাজরা হোমনা পরিবহনের ৩০’টি বাস থেকে ১’শ টাকা করে ৩’হাজার টাকা, সাচার কচুয়া পরিবহনের ৪০’টি বাস থেকে ৩০’টাকা করে ১’হাজার ২’শ টাকা, চট্রগ্রাম মেট্রো পরিবহনের ২৫’টি বাস থেকে ১’শ টাকা করে ২’হাজার ৫’শ টাকা, ভৈরব লোকাল পরিবহনের ৪৭’টি বাস থেকে ১’শ টাকা করে ৪’হাজার ৭’শ টাকা, নরসিংদী লোকাল পরিবহনের ২২’টি বাস থেকে ১’শ টাকা করে ২’হাজার ২’শ টাকা, পাহাড়িকা পরিবহনের ৩০’টি বাস থেকে ৩০’টাকা করে ১’হাজার ৫’শ টাকা, আশা পরিবহনের ৭’টি বাস থেকে ৫০’শ টাকা করে ৩’শ ৫০’টাকা, বাধন পরিবহনের ৩০’টি বাস থেকে ১’শ টাকা করে ৩’হাজার টাকা, মেঘালয় লোকাল পরিবহনের ২০’টি বাস থেকে ৫০’টাকা করে ১’হাজার টাকা, কিশোরগঞ্জ পরিবহনের ২৫’টি বাস থেকে ৫০’টাকা করে ১’হাজার ২’শ ৫০’টাকা, নরসিংদী বেলাবো পরিবহনের ১৬’টি বাস থেকে ৮০’টাকা করে ১’হাজার ২’শ ৮০’টাকা ও গজারিয়া পরিবহনের ৫’টি বাস থেকে ৫’শ টাকা করে চাঁদা আদায় করে আসছে। ২৩০২নং সংগঠনের লাইন ম্যান ইমরান@ভাগিনা ও আমির তাদের সংগঠনের চাঁদার সাথে এ চাঁদা গুলো উত্তলন করে আসছে। ২৩০২’র নামে প্রতিদিন ৫০’টাকা করে চাঁদা পাচ্ছেন সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী। অতিরিক্ত চাঁদার টাকা তুলে দেওয়া হয় থানার নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে লিটনের হাতে। লিটন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজের নাম করে ও সরকারী দলের ছত্রছায়ায় প্রতিদিন আদায় করছে ২৫’হাজার টাকা যা মাসে দারায় সাড়ে ৭’লাখ টাকা। লিটন ছাড়া এ চাঁদার টাকার ভাগ বসাচ্ছেন একই এলাকার নামধারী শ্রমিকলীগ নেতা সেলিম@বালতি সেলিম, রসূলবাগ এলাকার মাদক স¤্রাট রাজুর পিতা মাদক ব্যবসায়ী সিকিম আলী, সাহাজান ও ক্যাশিয়ার লিটন@বড় লিটন। এ ব্যপারে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন জরুরী বলে মনে করছেন সচেতন সমাজ। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা(সার্বিক) মীর শাহিন শাহ্ পারভেজ জানান, আমর নাম ভাঙ্গীয়ে মহাসড়কে কেহ চাঁদাবাজী করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নিজের অপকর্ম ঢাকতে মহানগর ছাত্রদল সভাপতি সাগরের বিরুদ্ধে শামিম ঢালীর মানববন্ধন

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ওসির নাম ভাঙ্গীয়ে লিটনগংদের মহাসড়কে চাঁদাবাজী

আপডেট সময় : ০৩:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

প্রতিদিন আদায় হচ্ছে ২৫’হাজার, মাসে সাড়ে ৭’লাখ টাকা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ওসির নাম ভাঙ্গীয়ে মহাসড়কে চাঁদাবাজী, প্রতিদিন আদায় হচ্ছে ২৫’হাজার টাকা, মাসে সাড়ে ৭’লাখ টাকা। সরকারী দলের ছত্রছায়ায় চাঁদবাজ লিটনগংরা এ চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গোপন সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় দিয়ে দেশের প্রায় ২২’টি জেলার যাত্রী পরিবহন চলা-চল করে আসছে। এর মধ্যে সবকটি জেলার বাস কাউন্টার রয়েছে শিমরাইল মোড়ে। যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের মধ্যে ১২’টি সড়কে চলাচলরত ভিবিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় হচ্ছে। প্রতিদিন চাঁদাবাজরা হোমনা পরিবহনের ৩০’টি বাস থেকে ১’শ টাকা করে ৩’হাজার টাকা, সাচার কচুয়া পরিবহনের ৪০’টি বাস থেকে ৩০’টাকা করে ১’হাজার ২’শ টাকা, চট্রগ্রাম মেট্রো পরিবহনের ২৫’টি বাস থেকে ১’শ টাকা করে ২’হাজার ৫’শ টাকা, ভৈরব লোকাল পরিবহনের ৪৭’টি বাস থেকে ১’শ টাকা করে ৪’হাজার ৭’শ টাকা, নরসিংদী লোকাল পরিবহনের ২২’টি বাস থেকে ১’শ টাকা করে ২’হাজার ২’শ টাকা, পাহাড়িকা পরিবহনের ৩০’টি বাস থেকে ৩০’টাকা করে ১’হাজার ৫’শ টাকা, আশা পরিবহনের ৭’টি বাস থেকে ৫০’শ টাকা করে ৩’শ ৫০’টাকা, বাধন পরিবহনের ৩০’টি বাস থেকে ১’শ টাকা করে ৩’হাজার টাকা, মেঘালয় লোকাল পরিবহনের ২০’টি বাস থেকে ৫০’টাকা করে ১’হাজার টাকা, কিশোরগঞ্জ পরিবহনের ২৫’টি বাস থেকে ৫০’টাকা করে ১’হাজার ২’শ ৫০’টাকা, নরসিংদী বেলাবো পরিবহনের ১৬’টি বাস থেকে ৮০’টাকা করে ১’হাজার ২’শ ৮০’টাকা ও গজারিয়া পরিবহনের ৫’টি বাস থেকে ৫’শ টাকা করে চাঁদা আদায় করে আসছে। ২৩০২নং সংগঠনের লাইন ম্যান ইমরান@ভাগিনা ও আমির তাদের সংগঠনের চাঁদার সাথে এ চাঁদা গুলো উত্তলন করে আসছে। ২৩০২’র নামে প্রতিদিন ৫০’টাকা করে চাঁদা পাচ্ছেন সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী। অতিরিক্ত চাঁদার টাকা তুলে দেওয়া হয় থানার নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে লিটনের হাতে। লিটন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজের নাম করে ও সরকারী দলের ছত্রছায়ায় প্রতিদিন আদায় করছে ২৫’হাজার টাকা যা মাসে দারায় সাড়ে ৭’লাখ টাকা। লিটন ছাড়া এ চাঁদার টাকার ভাগ বসাচ্ছেন একই এলাকার নামধারী শ্রমিকলীগ নেতা সেলিম@বালতি সেলিম, রসূলবাগ এলাকার মাদক স¤্রাট রাজুর পিতা মাদক ব্যবসায়ী সিকিম আলী, সাহাজান ও ক্যাশিয়ার লিটন@বড় লিটন। এ ব্যপারে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন জরুরী বলে মনে করছেন সচেতন সমাজ। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা(সার্বিক) মীর শাহিন শাহ্ পারভেজ জানান, আমর নাম ভাঙ্গীয়ে মহাসড়কে কেহ চাঁদাবাজী করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।