সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আরিফ হোসেন (২৭) নামে এক সন্তানের জনক আত্মহত্যা করেছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় মহানগেরের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের চরসুমিলপাড়া এলাকাস্থ শীতলক্ষা নদীতে অবস্থানরত একটি ভাসমান ফিলিং ষ্টেশনে এ ঘটনাটি ঘটেছে।
আহত্মহননকারী আরিফ সুমিলপাড়া আইলপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। সে চরসুমিলপাড়া এলাকাস্থ শীতলক্ষা নদীতে অবস্থানরত মেহেরিন নামক একটি ভাসমান ফিলিং ষ্টেশনের দেখাশুনার দায়িত্বে ছিল।
আরিফের পরিবার সূত্রে জানা যায়, চরসুমিলপাড়া এলাকার রজ্জব আলীর মেয়ে লাবনী (২৪) কে আরিফ বিয়ে করে এবং দেড় বছর বয়সী তাদের একটি ছেলে রয়েছে।
ভাসমান ফিলিং ষ্টেশনে দায়িত্ব পালনের পাশাপাশি নেশায় আশক্ত হওয়ায় পারিবারিক কলহ শুরু হলে তার ছেলেকে রেখে স্ত্রীকে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়।
পরে তার স্ত্রী থানায় অভিযোগ করে ছেলে তার বাবার কাছ থেকে নিয়ে যায়। শুক্রবার সকালে আরিফ তার ছেলে দেখতে শশুরবাড়ী গেলে তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করলে অভিমান করে সে ভাসমান পাম্পের জাহাজে গিয়ে ফাঁসি দেয়।
পরে পাশের একটি জাহাজের লোকজন দেখে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে তার লাশ বাড়ীতে নিয়ে আসে। লাশ বাড়ীতে এনে পুলিশকে না জানিয়ে দাফনের প্রস্তুতি নিলে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন জানায়, স্ত্রীর সাথে অভিমান করে আরিফ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।