সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগরের ৩ নং ওয়ার্ড নয়াআটি মুক্তিনগর এরাকায় অভিনব কৌশলে চলছে মাদক ব্যবসা। দৈনিক ১ হাজার টাকা বেতনে মাদক বিক্রির চাকুরী করছে কিছু উঠতী বয়সী যুবক। কেহ হকার বেসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর কেহ কলমের ভিতর ইয়াবা ট্যাবলেট রেখে নির্দিষ্ট জায়গা হেটে হেটে বিক্রি করছে। জেল থেকে জামিনে বের হয়ে মুক্তিনগর এলাকার মাদক সম্রাট মুন্না সরবরাহ করছে ইয়াবা ও গাঁজা। মাদক ব্যবসা চালাচ্ছে আবদুর রব, আমির হোসেন ও রোমান। অত্যন্ত চতুরতার সাথে এই চক্রটি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
অভিযোগ জানা গেছে, নাসিক ৩ নং ওয়ার্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর ঢালে কাশেমের বাড়ী ও মাদানীনগর এলাকায় মনিরের বাড়ীর সামনে এবং মুক্তিস্বরণী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাড়িয়ে বিক্রি করা হচ্ছে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা। মাদক বিক্রি করার জন্য ৫ জন কর্মচারী রেখেছে আবদুর রব। যাদের দৈনিক বেতন ১ হাজার টাকা। এসব কর্মচারীরা মহাসড়কে বাসযাত্রীদের কাছে শশা ও খিঁড়া বিক্রির ছদ্ধ বেসে ইয়াবা ও গাঁজা বিক্রি করছে গাড়ীর চালক ও হেলপারদের কাছে। কয়েকজন মোটা শিস কলমের ভিতরে ইয়াবা ট্যাবলেট ভরে কলম পকেটে রেখে হেটে হেটে বিক্রি করছে। ইয়াবা বিক্রির এই অভিনব নতুন পদ্ধতি শুরু করছে আবদুর রব, আমির হোসেন, রোমান ও কালামের ছেলে মুন্না। মাদানীনগর এলাকায় মনিরের বাড়ীর সামনে দাড়িয়ে মাদক বিক্রির প্রতিবাদ করায় কিছুদিন আগে মনিরকে মারধর করেছে এই চক্রটি। মুক্তিনগর এলাকায় মহাসড়কের ঢালে কাশেমের বাড়ীতে বসানো হচ্ছে মাদক সেবনের আসর। মাদক সম্রাট রাজুর ফুফা রব এই আসরের চালাচ্ছে বলে জানায় এলাকাবাসী। এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য র্যাব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডের মুক্তিনগরে অভিনব কৌশলে মাদক ব্যবসা
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
- ২২৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ