সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সোমবার (১৮মার্চ) সন্ধ্যায় গোদানইল ৮নং ওয়ার্ডে সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটার মধ্যে দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিদ্ধিরগঞ্জ থানা আহবায়ক সালাউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী সিরাজুল ইসলাম মন্ডল।
হাজী সিরাজুল ইসলাম মন্ডল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এম একটি নাম, যা বিশ্ববাসি শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বাংলাদেশ নামের দেশটির মানচিত্রে রয়েছে অমর হয়ে। বাঙ্গালি জাতির মুক্তির নাম বঙ্গবন্ধু।