সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ
সিদ্ধিরগঞ্জে শ্যালক হত্যা মামলার আসামি মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কিশোর ইমন হত্যা মামলার আসামি রফিকুল। আলোচিত ইমন হত্যার পর সারা দেশে সংবাদটি দ্রæত ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর ময়মনসিংহ এলাকার অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এখতেখার উদ্দিন গণমাধ্যমে এ তথ্য জানান।
র্যাব অধিনায়ক জানান, ‘পারিবারিক কলহের জের ধরে গত ২ মার্চ রফিক তার আপন শ্যালক ইমনকে হত্যা করে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত রফিকুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে তার স্ত্রী এবং নিহত ইমনের বড় বোন মনিরাকে প্রায়ই নির্যাতন করতো। এক পর্যায়ে মনিরা তার নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চলে আসে। স্ত্রীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য রফিকুল গত ২ মার্চ সেখানে গিয়ে ইমনকে খেলার মাঠ থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পাশের একটি খালে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পর ওই দিন রাতে নিহতের বাবা বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে আসামি রফিকুল পলাতক ছিল।
সংবাদ সম্মেলনে আরো উপ¯ি’ত ছিলেন, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার, রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, সিনিয়র এডি চন্দন দেবনাথসহ র্যাবের অন্য কর্মকর্তারা।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জ থেকে ব্রাক্ষণবাড়িয়ায় ইমন হত্যার আসামী গ্রেপ্তার
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
- ১৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ