সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জের আদমজী নগড়ে অবস্থিত র্যাব-১১’র ফতুল্লায় অভিযানে রিফাত গ্রেফতার। গতকাল রোববার ফতুল্লা ভূইঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১৯’সালের এসএসসি পরীক্ষার মূল্যায়নপত্রে নাম্বার বাড়ানোর ভূয়া পোস্ট দিয়ে বিকাশে টাকা আদায়ের অভিযোগে রিফাত (২০) নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে র্যাব-১১’র সদস্যরা। এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী অধিনায়ক মো.জসিম উদ্দীন চৌধুরী কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে রিফাত তার বাবার নামে রেজিষ্ট্রেশনকৃত সীম ব্যবহার করে জধরযধহ অযসবফ নামক ভূয়া ফেসবুক আইডি খুলে সেখানে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারী হিসেবে উল্লেখ করে এবং প্রোফাইলে ঢাকা শিক্ষা বোর্ডের লোগো ব্যবহার করে। চলমান ২০১৯’সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে তার জধরযধহ অযসবফ নামক ভূয়া আইডি থেকে পরীক্ষার্থীদের প্রলুব্ধ করার জন্য বোর্ডের মূল্যায়ন পত্রে নাম্বার বাড়ানোর নামে প্রতারণামূলক পোস্ট দিয়ে আসছে। তাছাড়া “”ঝঝঈ ঐঝঈ ছঁবংঃরড়হ ঙঁঃ ২০১৮ ঊীধস অষষ ইড়ধৎফ”নামক ফেসবুক পেইজে তার ব্যবহৃত ভূয়া আইডি থেকে শিক্ষার্থীদের প্রলুব্ধ করার জন্য প্রতারণামূলক অনেক পোস্ট দেয়। অনেকে প্রতারিত হয়ে যোগাযোগ করলে তাদের কাছ থেকে বিকাশে টাকাও নেয় বলে আটককৃত রিফাত জিজ্ঞাসাবাদে জানায়। তার কাছ থেকে জব্দ করা মোবাইলগুলোতে এ সংক্রান্তে প্রতারণার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ’র ফতুল্লা মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
সংবাদ শিরোনাম ::
র্যাব-১১ ফতুল্লায় অভিযানে রিফাত গ্রেফতার
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
- ২২৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ