সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় মাদক বিক্রয়ে বাধা দেওয়ায় ব্যাবসায়ীক অফিস ভাংচুর মামলার এজাহার নামিয় আসামী রবিন ও র্যাব-১০’অভিযানে ৬’শ পিছ ইয়াবা ট্যালেটসহ হেলাল গ্রেফতার। গত সোমবাব থানা পুলিশ ও র্যাব তাদের গ্রেফতার করে। ধৃত রবীন ও হেলালকে গতকাল মঙ্গলবার পুলিশ মাদক ও ভাংচুরের মামলায় আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
উল্লেখ্য, থানার গোদনাইল নয়াপাড়া এলাকার মহিউদ্দিন বাবুলের ছেলে নাসিম রেজা এলাকায় মাদক বিরোধী কর্যক্রমে সহায়তা করতো। এতে মাদক ব্যাবসায়ীরা একত্রিত হয়ে গত ২৫’জানুয়ারী রাত সাড়ে ৯’টায় পূর্ব পরিকল্পনা মতে ব্যাবসায়ী নাসিম রেজা অফিসে হামলা চালায়। হামলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামিম ওসমানসহ তার সহর্ধমিনী লিপি ওসমানের ছবিসহ অফিসের আসবাব পত্র ভাংচুর করে। হামলাকারী মাদক ব্যবসায়ী হল,একই এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে জাহাঙ্গীর ও নান্নু মিয়ার ছেলে আলমের নেতৃত্বে মিছির আলীর ছেলে হেলাল(৪০), আলমের ছেলে রবীন(২৪) ও হাসান(২০), দীন মোহাম্মদের ছেলে মোক্তার(২০) ও বর্ষা(২৫), আল-আমিন, পলাশ, ও ডিব্বা মাসুমসহ আরো অজ্ঞাতনামা৪/৫’জন গত গত ২৫’জানুয়ারী রাত সাড়ে ৯’টায় ব্যবসায়ী নাসিম রেজা ও তার পরিবারের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা নাসিম রেজার ব্যবসায়ী অফিস ভাংচুরসহ তার নিকট থেকে নগদ ২৫’হাজার টাকা ও তার মায়ের গলা থেকে দেড় ভরী ওজনের র্স্বণের চেইন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে হামলাকারী চিহৃত মাদক ব্যবসায়ী ১০’জনকে এজাহার নামীয় ও কয়েকজনকে অজ্ঞাতনামা রেখে গত ২৬’জানুয়ারী ১৯’ইং তারিখে সিদ্ধিরগঞ্জ থানায় ৭০’নং মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ভাংচুর মামলায় আরো ২’জন গ্রেফতার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
- ৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ