সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে র্যাব-১০’র অভিযান, ইয়াবা ট্যাবলেটসহ ৩’মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত সোমকার বিকেলে থানার গোদনাইল নয়াপাড়া ও কদমতলী এলাকায় সাড়ে ৩’টা থেকে সাড়ে ৭’টা পর্যন্ত টানা ৪’ঘন্টা এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করে। থানা পুলিশ ধৃতদের আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
র্যাব ও মামলা সূত্রে জানা যায়, র্যাব-১০’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তেতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া ও কদমতলী এলাকায় গত সোমবার বিকেলে অভিযান চালায়। উক্ত অভিযানে থানার গোদনাইল নয়াপাড়া এলাকার মৃত মিছির আলীর ছেলে হেলাল(৪৪), উত্তর কদমতলী এলাকার রিয়াত হোসেনের ছেলে এমএ স্বপন@মিন্টু(৪৮) ও বন্দর থানার ইস্পাহানী বাজার এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে হুমায়ন কবির(৩৫)কে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে হেলালের বসত ঘড় থেকে ৬’শ পিছ ইয়াবা ট্যাবলেট, এমএ স্বপন@মিন্টু দেহ তল্লাসী করে ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেট ও হুমায়ন কবিরের দেহ তল্লাসী করে ১’হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক থানায় হস্থন্তর করে। থানা পুলিশ ধৃতদের আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে র্যাব-১০’র অভিযানে ইয়াবাসহ ৩’মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
- ১৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ