ষ্টাফ রিপোর্টার ঃ সিদ্ধিরগঞ্জ থানায় গত ডিসেম্বর মাসে মোট ৬৪’টি মামলা দায়ের। ২’টি হত্যা, ৪৯’টি মাদক, ২’টি নারী ও শিশু নির্যাতন, ৫’টি চোরি, ১’টি পুলিশ আক্রান্ত ও ৪’টি অন্যান্য মামলাসহ বিভিন্ন অভিযোগে ৬৪’টি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, বর্তমান সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ শাহেন শাহ্ পারভেজ যোগদানের পর যানবাহনসহ বিভিন্ন সমস্যা থাকার পরও গত ডিসেম্বর মাসে বিভিন্ন ধারায় প্রায় ৬৪’টি মামলা গ্রহন করেন। উল্লেখ্য থানা পুলিশের হিসাব মোতাবেক গত ডিসেম্বর মাসে ৩’কেজি গাজাঁ, ১৬’হাজার ৪শ’ ৩৯’পিছ ইয়াবা ট্যাবলেট, ৪’বোতল ফেনসিডিল, ১৮’ক্যান বিয়ার, ২০’লিটার চোলাই মদ ও ১০’পুরিযা হেরোইন উদ্ধার করা হয়। সচেতন এলাকাবাসী বর্তমান অফিসার্স ইনচার্জ শাহেন শাহ্ পারভেজকে ভাল ওসি হিসাবেই দেখছে। উল্লেখ্য, ৬৪’টি মামলার মধ্যে ৪৯’টি মাদক মামলা। এ ৪৯’টি মাদক মামলায় পুলিশ ৬০’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহেন শাহ্ পারভেজ বলেন, আমি সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পর থেকে আমার থানা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ কমে গেছে। আমার থানার ওসি(তদন্ত) নজরুল ইসলাম, ওসি(অপারেশন) আজিজুল হকসহ থানার সকল এসআই ও এএসআই’রা মিলে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছি। মাদকের সাথে কোন ধরনের আপোষ চলবে না। মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। সিদ্ধিরগঞ্জ এলাকায় কোন সোর্স থাকবেনা সোর্সদের জন্য আমাদের বির্তকে জড়াতে হয়। কোন অপরাধিকে সোর্স হিসাবে আর দেখা যাবে না। তিনি আরো বলেন, আমি ০৫/১১/১৮ইং তারিখে সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করেছি। পূর্বের যে কোন সময়ের চেয়ে সিদ্ধিরগঞ্জে অপরাধ প্রবনতা অনেক কমে গেছে। আমার থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জ থানায় গত ডিসেম্বর মাসে মোট ৬৪’টি মামলা দায়ের
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
- ২৪০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ