সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে শিশু তানজিল হত্যার মামলার প্রধান আসামী নাজমুল ইসলাম রাজু গ্রেফতার। গতকাল শুক্রবার ভোরে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পুলতাডাঙ্গা গ্রামের নাজমুলের শ্বশুর বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার। এর আগে গত বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে বাড়ির কেয়ারটেকার (ম্যানেজার) নাজমুল ইসলাম রাজুকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অপারেশন) আজিজুল হক জানান, আসামিকে গ্রেফতারের জন্য সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শ শামিম হোসেন ও দিলিপ কুমার বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ রাতেই ফরিদপুরে তার গ্রামের বাড়িতে অভিযান চালায়। এসময় নাজমুল ইসলাম রাজু পুলিশের অভিযানের খবরে পালিয়ে যায়। পরে তাকে আলফাডাঙ্গা থানার পুলতাডাঙ্গা গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকায় বলাৎকারের পর শ্বাসরুদ্ধ করে এক শিশুকে হত্যা করে। গত বৃহস্পতিবার বেলা ৩’টায় নাসিক ৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার আলম খাঁনের ভাড়া বাড়ির একটি ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আলম খাঁনের এই বাড়িটতেই তানজিল তার বাবা-মায়ের সাথে ভাড়া থাকতো। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এদিকে এই ঘটনার পর থেকে বাড়ির ম্যানেজার নাজমুল পলাতক ছিল।