সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকারী এলাকার রাসেল@ ইয়াবা রাসেল ও সজিবকে ডেমরা থানা পুলিশ গ্রেফতার করে। গত বুধবার সন্ধা ৭’টায় ঢাকা জেলার ডেমরা থানার সারুলিয়া মনুমিয়া মাকের্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গত বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে ডেমরা থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ঢাকা জেলার ডেমরা থানার সারুলিয়া মনুমিয়া মাকের্ট এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী রাসেল ও সজিবকে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। রাসেলের কাছ থেকে ৬০’পিছ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। রাসেল এলাকায় ঔষধের ব্যবসার আড়ালে দির্ঘদিন ধরে এ ব্যবসা চালাত বলে পুলিশ জানায়। পরে ধৃত দু’মাদক ব্যবসায়ীকে উপ-পরিদর্শক শাহিন আলম বাদী হয়ে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আদালতে প্রেরণ করে। মামলাটি তদন্ত করবেন উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। উল্লেখ্য, পূর্বেও রাসেল কয়েকবার মাদক নিয়ে গ্রেফতার হয়েছিল। রহস্য-জনক কারনে প্রতিবারেই ছাড়া পেয়ে যেত।