সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। ওয়ার্ডবাসীকে মশার উপদ্রুপ থেকে রক্ষা করতে শনিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সুমিলপাড়ার আইলপাড়া রেল লাইন এলাকায় মশা নিধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হাজী মতিউর রহমান মতি।
প্যানেল মেয়র মতিউর রহমান জানান, ওয়ার্ড এলাকায় ফগার মেশিন দিয়ে ওষুধ যুক্ত ধোয়া উদগির করে মশা নিধন কাজ চলবে নিয়মিত। মশার উপদ্রুপ থেকে ওয়ার্ডবাসীকে রক্ষা করতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বাবু কালিপদ মল্লিক, সাংস্কৃতি সম্পাদক হোসেন আলম মেম্বার, আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন, নেকবর মাষ্টার, আবুল হোসেন আবু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো: সেলিম মোল্লা, যুবলীগ নেতা খন্দকার মানিক মাষ্টার, শামীম ও সোবাহানসহ প্রমুখ।