সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী ও শমীম ওসমান তৃতীয় বার এমপি নির্বাচিত হওয়ায় নাসিক ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার রাতে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেতা এস.এম খবির উদ্দিন, আলহাজ্ব সালাউদ্দিন, আবদুর রহিম, আবুবকর সিদ্দিক(আবুল), আমিন উদ্দিন, সুলতান গিয়াস উদ্দিন, ফিরোজশাহী, আমিনুল হক রাজু, আবদুল হাকিম শাহ, ফজলুল হক, আবদুল হেকিম, আনোয়ার হোসেন আশিক, হুমায়ুন কবির ও এনায়েত হোসেন। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানের সুস্থ্যতা এবং দীর্ঘায়ূ কামনার পাশাপাশি সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে যেসব আওয়ামীলীগ নেতাকর্মী নিহত হয়েছেন, তাদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মিজমিজি পশ্চিমপাড়া বায়তুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নূর আলম মোনাজাত পরিচালনা করেন।