সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠছে সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনন্দ মূখরিত শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে নতুন বই হাতে পেয়ে আগামী দিনে বাংলাদেশের শিক্ষার মানবৃদ্ধি ও একটি উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।
শিক্ষামন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের মত গতকাল মঙ্গলবার সকাল ১০’টায় সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম হলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বই উৎসব কর্মসূচি উদ্বোধন করেন সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক। বই উৎসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ মোরতোজা আলীর সহ ধর্মীনি ও সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির সভাপতি রওশন আরা বেগম, সদস্য মাহাবুবুর রহমান লাল চাঁন, কাউছার আহম্মেদ রানা, সামসুল আলম, সানারপাড় স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামিম আহসান(প্রভাতি) ও দিলরুবা খাতুন(দিবা) শাখার ।