স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।
মুষুলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল ১০ টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিকের ভূমিকায় নামে শিক্ষার্থীরা। চেক করে গাড়ির কাগজ পত্র ও ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স না থাকায় শিমরাইল মোড়ে সেনাবাহিনীর একটি গাড়ি আটকে দেয় ছাত্ররা।
এসময় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অপরদিকে চাষাঢ়ায় যাত্রীবাহি উৎসব ও বন্ধন পরিবহনের দুটি বাস ভাংচুর করা হয়। এসময় ছাত্রদের শান্ত করে পুলিশ ও ট্রাফিকরা।
শিমরাইল মোড় অবরোধ করে রাখায় এ্যাম্বোলেন্স ব্যতিত পূর্বাঞ্চলের ১৯ টি জেলার কোন যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারেনি। ফলে চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ।