সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গ্রার্মেন্টস শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। গতকাল মঙ্গলবার (২২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পিপিলন গার্মেন্টস শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ও আমিনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের সাথে আলোচনা করে আগামী বৃহস্পতিবার বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগদেয়।
শ্রমিকদের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ পুলস্থ পিপিলন গার্মেন্ট এ কর্মরত ২৪৪ জন শ্রমিক গত ১ মাসের বেতন, ৬ মাসের নাইট বিল এবং স্টাফদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১৫ তারিখ বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিক প গড়িমসি করছে। এতে শ্রমিকরা দোকান বাকী ও বাসা ভাড়া দিতে না পেরে সমস্যায় দিন পার করছে। রমজান মাস শুরু হলেও শ্রমিকরা বেতন না পেয়ে আন্দোলন করতে বাধ্য হচ্ছে বলে জানায়।
এদিকে শ্রমিকরা কাজে যোগদান করলেও ঘটনাস্থলে শিল্প পুলিশ’র অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ বিক্ষোভ
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
- ১৭৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ