সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থেকে ১ হাজার ১০৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত সোমবার দিবাগত রাত ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ফেনসিডিলের এই চালানসহ র্যাব তাদের গ্রেফতার করে। ধৃতরা হলো যশোর জেলার বেনাপুল থানার ছোট আচঢ়া গ্রামের মোঃ ছোয়ালাব হোসেনের ছেলে কাভার্ডভ্যান চালক মোঃ আজমীর হোসেন(৩০) ও একই এলাকার মোঃ ইয়াছিন প্রধানের ছেলে হেলপার মোঃ জসিম উদ্দিন(১৯)।
র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক শেখ বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর জেলার বেনাপুল থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১১-৭৭৮০) একটি কাভার্ডভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় পৌছলে তল্লাশী চালায় র্যাব। তখন কাভার্ডভ্যানের চালকের পিছনে ঘুমানোর জায়গার নীচের বক্স ও টুলস বক্সের ভিতর থেকে ১ হাজার ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তখন মাদক বহন করার অভিযোগে কাভার্ডভ্যানের চালক আজমীর হোসেন ও হেলপার জসিম উদ্দিনকে গ্রেফতার এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে তার দীর্ঘদিন ধরে বেনাপুল সীমান্ত থেকে দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান দিয়ে মাদক দ্রব্য পাচার করে আসছে।
র্যাব জানায় ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ ২ পাচারকারী গ্রেফতার
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
- ২১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ