“মালিক শ্রমিক ভাই ভাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী করেছে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সিদ্ধিরগঞ্জ থানা শাখা।
সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড রসুলবাগে সংগঠনটির কার্য্যালয়ে আলোচনা সভা করে সংগঠনটি। ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ(ইনসাব) সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির কার্যকরী সভাপতি মো: সালাউদ্দিন, সহ-সভাপতি মো: অলি উল্লাহ খোকন, মাসুদ রানা, মো: শফিজুল ইসলাম, মো: মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মো: সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো: সবুজ পাটোয়ারী, মো: আলমগীর,এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউল হক নয়ন, মো: মফিজুল ইসলাম, মো: শফিকুল ইসলাম, মো: ফখরুল আলম, মো:ফয়েজ আহম্মেদ, অর্থ সম্পাদক মো: আমিনুল ইসলাম (আল-আমিন), শ্রম ও দরকষাকষি বিষয়ক সম্পাদক মো: ইব্রাহীম, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো: নজির আহম্মদ, মহিলা সম্পাদক মোছা: আমেনা বেগম, দপ্তর সম্পাদক আব্দুল মামুন লিটন, প্রচার সম্পাদক মো: মোস্তফা কামাল, ক্রীড়া সম্পাদক মো: ফারুক হোসেন, কার্যকরী সদস্য মো: রিয়াজ আহম্মেদ, মো:বিপ্লব হোসেন, মো: হাসান, মো: মামুন আহম্মেদ, মো: আব্দুল আজিজ মোল্লা, মো: জাহিদ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, মালিক শ্রমিক ঐক্য বদ্ধ থাকলে সোনার বাংলা গড়া সম্ভব। তাই সকলে একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান ইনসাবের নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে র্যালী বের করেন শ্রমিক নেতৃবৃন্দরা।
আয়োজিত শ্রমিক র্যালিতে শত শত শ্রমিকরা অংশগ্রহণ করেন। এসময় শ্রমিকদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। র্যালীটি রসুল বাগ হয়ে নিমাইকাশারী, সানারপাড়, মৌচাক বাস স্ট্যান্ড হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ইনসাবের কার্য্যালয়ে এসে শেষ হয়। মিছিলটি পরিচালনা করেন সংগঠনটির সভাপতি মানিক মিয়া ও যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।