নারায়ণগঞ্জ ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি প্রবাসী দালাল ইব্রাহিমের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ রিয়াদে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে জমকালো আয়োজনে ৫৪তম বিজয় দিবস উদযাপন যুবকদের আগামীতে এইদেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে – মাজেদুল ইসলাম সৌদিতে প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন ও আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে সানারপাড় সরকারি প্রাথমিক স্কুলের ৫৫ বছর পুর্তি উপলক্ষে প্রস্তুতি সভা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের শুভ উদ্বোধন কালাপাহাড়িয়ায় আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মিজমিজিতে কুপিয়ে জখম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮
  • ১৯৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের মিজমিজি মধ্যপাড়া এলাকায় বায়তুস সালাত জামে মসজিদের নামে ক্রয়কৃত জমি বুঝে নিতে গেলে প্রতারক আব্দুল ছাত্তার ওরফে জুড়াড়ি ছাত্তার মসজিদের মোহতারিমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করেছে। শুক্রবার সকালে মিজমিজি মধ্যপাড়া এলাকায় এই ঘটানা ঘটে।

মিজমিজি বায়তুস সালাত জামে মসজিদের সভাপতি হাসমত আলী হাসু জানায়, গত তিন মাস পূর্বে স্থানীয় বিল্লাল ও আজিজুল থেকে মসজিদের নামে এক শতাংশ জমি ১৮লক্ষ দিয়ে ক্রয় করা হয়। ক্রয়কৃত জমি বুঝে দেয়ার জন্য মসজিদ কমিটি বিল্লাল ও আজিজুল কে চাপ সৃষ্টি করলে তারা জমি বুঝে দিচ্ছি বলে নানান তালবাহানা করে আসছে।

জমি বুঝে পাওয়ার জন্য মসজিদের মোহ্তারিম হাজী দুদু ভইয়া (৯০) তাদেরকে শুক্রবার উপস্থিত থাকার জন্য বলেন। তারা জমি বুঝে দেওয়া কথা বললেও তাদের দ্বিতীয় ঘরের বড় ভাই স্থানীয় বখাটে প্রতারক ও নারী লোভী আব্দুস ছাত্তার জমি বুঝে দিবে না বলে হুমকি দেয়। জমি বিক্রি করি নাই বলে হুমকি দিয়ে আসছে।

শুক্রবার সকালে এলাকাবাসী ও মসজিদের মুসল্লিারা বিল্লাল ও আজিজুলকে মসজিদের জমি বুঝে দেওয়ার জন্য বললে তারা জমি বুঝে না দিয়ে উল্টো ১লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয়।

মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ জানান, জমিটি মুসল্লিলা অনেক কষ্ট করে ক্রয় করেছে। কিন্তু এলাকার প্রতারক, নারী ব্যবসায়ী ছাত্তার কিছু টাকা অতিরিক্ত হাতিয়ে নেওয়ার জন্য মসজিদের প্রতিষ্ঠাতাকে কুপিয়ে জখম করেছে। ৯০বছর বয়স্ক লোক সবাই তাকে শ্রদ্ধা করে। সে ব্যক্তিকে এভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করতে চাইল তা আমাদের জন্য ন্যাক্কার জনক ঘটনা।

স্থানীয়রা জানান, ছাত্তার এলাকার একজন লম্পট দু:শ্চরিত্রের লোক, জুড়া খোর ও মাদক ব্যবসায়ী। গত বছর ছাত্তারের গ্যারেজে জুয়া আসরকে কেন্দ্র করে রবিউল নামে একজনকে হত্যা করে ছাত্তার সহ কয়েকজন মিলে। পরবর্তীতে স্থানীয় একজন নেতাকে ম্যানেজ করে মোটা অংকের টাকা খরচ করে তা রফাদফা করে।

এছাড়া ছাত্তার গ্যারেজে প্রায় প্রতিদিন জুয়া খেলাসহ মধ্যরাতে নারীদিয়ে রমরমা ব্যবসা করে আসছে। বখাটে প্রতারক ছাত্তার কয়েকবছর ধরে ধমীয় লেবাস পড়ে মিজমিজি এলাকায় অসামাজিক কাজে ঝড়িয়ে পড়েছে। গত দুই বছর আগে হেফাজতের মামলার আসামীও বলে জানা যায়।

ছাত্তারের ভাই বিল্লাল জানান, ছাত্তার এমন একটি ঘটনা করবো তা আমরা অবাক। মসজিদের স্বার্থে এলাকাবাসীর স্বার্থে আমরা কাজ করবো। কিন্তু ছাত্তার ছোট বেলা থেকে বখাটের কারনে সে বর্তমানে কারো কথা শুনেনা। তার মাথা গরমের কারনে তার বউকে সে একবার তালাক দেয় আবার ঘরে ঊঠায় এভাবে কয়েকবার ঘটা ঘটনার পরে আমরা তাকে সামাজিক ভাবে চাপ সৃষ্টি করে তা মিমাংসা করে। পরবর্তী জীবনে জুয়া নেশা সে অনেক জায়গা সম্পত্তি বিক্রি করেছে। বর্তমানেও তা ছাড়তে না পারায় আমরা তাকে নিয়ে বিপদে আছি।

হাজী দুদু ভইয়ার ছেলে হাজী রমজান ভূইয়া জানান, আমরা জুয়ারী ছাত্তারের অত্যাচারে স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ। এলাকাবাসীর প্রয়োজনে আমার বাবা মসজিদের জন্য জায়গা দিয়েছে। পরবর্তীতে মসজিদের স্থান সংকুলন না হওয়ায় আমরা ১৮লক্ষ টাকা দিয়ে বিল্লাল ও আজিজুল থেকে জমি ক্রয় করি।

কিন্ত্রু দুঃখের বিষয় জুয়ারি প্রতারক ছাত্তার হঠাৎ এখান থেকে ১লাখ টাকা দাবি করে জমি বুঝে না দেওয়ার জন্য হুমকি দেয়। এই অবস্থায় মসজিদ কমিটি ও মুসল্লিা সহ ছাত্তারের ভাইরা মসজিদের জায়গা বুঝে দিতে আসার পর আমার বাবাকে ও হাজী ফারুক মিয়া কে সহ এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করতে চাইছিল। আমরা থানা মামলা করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস ছাত্তার মিয়া জানান, হাজী দুদু ভইয়া নামে একজন স্থানীয় বৃদ্ধকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আমি সাথে সাথে এসআই রফিককে ঘটনাস্থলে পাঠিয়েছি। যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদি প্রবাসী দালাল ইব্রাহিমের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি

মিজমিজিতে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮

সিদ্ধিরগঞ্জের মিজমিজি মধ্যপাড়া এলাকায় বায়তুস সালাত জামে মসজিদের নামে ক্রয়কৃত জমি বুঝে নিতে গেলে প্রতারক আব্দুল ছাত্তার ওরফে জুড়াড়ি ছাত্তার মসজিদের মোহতারিমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করেছে। শুক্রবার সকালে মিজমিজি মধ্যপাড়া এলাকায় এই ঘটানা ঘটে।

মিজমিজি বায়তুস সালাত জামে মসজিদের সভাপতি হাসমত আলী হাসু জানায়, গত তিন মাস পূর্বে স্থানীয় বিল্লাল ও আজিজুল থেকে মসজিদের নামে এক শতাংশ জমি ১৮লক্ষ দিয়ে ক্রয় করা হয়। ক্রয়কৃত জমি বুঝে দেয়ার জন্য মসজিদ কমিটি বিল্লাল ও আজিজুল কে চাপ সৃষ্টি করলে তারা জমি বুঝে দিচ্ছি বলে নানান তালবাহানা করে আসছে।

জমি বুঝে পাওয়ার জন্য মসজিদের মোহ্তারিম হাজী দুদু ভইয়া (৯০) তাদেরকে শুক্রবার উপস্থিত থাকার জন্য বলেন। তারা জমি বুঝে দেওয়া কথা বললেও তাদের দ্বিতীয় ঘরের বড় ভাই স্থানীয় বখাটে প্রতারক ও নারী লোভী আব্দুস ছাত্তার জমি বুঝে দিবে না বলে হুমকি দেয়। জমি বিক্রি করি নাই বলে হুমকি দিয়ে আসছে।

শুক্রবার সকালে এলাকাবাসী ও মসজিদের মুসল্লিারা বিল্লাল ও আজিজুলকে মসজিদের জমি বুঝে দেওয়ার জন্য বললে তারা জমি বুঝে না দিয়ে উল্টো ১লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয়।

মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ জানান, জমিটি মুসল্লিলা অনেক কষ্ট করে ক্রয় করেছে। কিন্তু এলাকার প্রতারক, নারী ব্যবসায়ী ছাত্তার কিছু টাকা অতিরিক্ত হাতিয়ে নেওয়ার জন্য মসজিদের প্রতিষ্ঠাতাকে কুপিয়ে জখম করেছে। ৯০বছর বয়স্ক লোক সবাই তাকে শ্রদ্ধা করে। সে ব্যক্তিকে এভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করতে চাইল তা আমাদের জন্য ন্যাক্কার জনক ঘটনা।

স্থানীয়রা জানান, ছাত্তার এলাকার একজন লম্পট দু:শ্চরিত্রের লোক, জুড়া খোর ও মাদক ব্যবসায়ী। গত বছর ছাত্তারের গ্যারেজে জুয়া আসরকে কেন্দ্র করে রবিউল নামে একজনকে হত্যা করে ছাত্তার সহ কয়েকজন মিলে। পরবর্তীতে স্থানীয় একজন নেতাকে ম্যানেজ করে মোটা অংকের টাকা খরচ করে তা রফাদফা করে।

এছাড়া ছাত্তার গ্যারেজে প্রায় প্রতিদিন জুয়া খেলাসহ মধ্যরাতে নারীদিয়ে রমরমা ব্যবসা করে আসছে। বখাটে প্রতারক ছাত্তার কয়েকবছর ধরে ধমীয় লেবাস পড়ে মিজমিজি এলাকায় অসামাজিক কাজে ঝড়িয়ে পড়েছে। গত দুই বছর আগে হেফাজতের মামলার আসামীও বলে জানা যায়।

ছাত্তারের ভাই বিল্লাল জানান, ছাত্তার এমন একটি ঘটনা করবো তা আমরা অবাক। মসজিদের স্বার্থে এলাকাবাসীর স্বার্থে আমরা কাজ করবো। কিন্তু ছাত্তার ছোট বেলা থেকে বখাটের কারনে সে বর্তমানে কারো কথা শুনেনা। তার মাথা গরমের কারনে তার বউকে সে একবার তালাক দেয় আবার ঘরে ঊঠায় এভাবে কয়েকবার ঘটা ঘটনার পরে আমরা তাকে সামাজিক ভাবে চাপ সৃষ্টি করে তা মিমাংসা করে। পরবর্তী জীবনে জুয়া নেশা সে অনেক জায়গা সম্পত্তি বিক্রি করেছে। বর্তমানেও তা ছাড়তে না পারায় আমরা তাকে নিয়ে বিপদে আছি।

হাজী দুদু ভইয়ার ছেলে হাজী রমজান ভূইয়া জানান, আমরা জুয়ারী ছাত্তারের অত্যাচারে স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ। এলাকাবাসীর প্রয়োজনে আমার বাবা মসজিদের জন্য জায়গা দিয়েছে। পরবর্তীতে মসজিদের স্থান সংকুলন না হওয়ায় আমরা ১৮লক্ষ টাকা দিয়ে বিল্লাল ও আজিজুল থেকে জমি ক্রয় করি।

কিন্ত্রু দুঃখের বিষয় জুয়ারি প্রতারক ছাত্তার হঠাৎ এখান থেকে ১লাখ টাকা দাবি করে জমি বুঝে না দেওয়ার জন্য হুমকি দেয়। এই অবস্থায় মসজিদ কমিটি ও মুসল্লিা সহ ছাত্তারের ভাইরা মসজিদের জায়গা বুঝে দিতে আসার পর আমার বাবাকে ও হাজী ফারুক মিয়া কে সহ এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করতে চাইছিল। আমরা থানা মামলা করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস ছাত্তার মিয়া জানান, হাজী দুদু ভইয়া নামে একজন স্থানীয় বৃদ্ধকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আমি সাথে সাথে এসআই রফিককে ঘটনাস্থলে পাঠিয়েছি। যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।