সম্মাননা ২০১৭ পেয়েছেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সংগীত শিল্পী ও সাংবাদিক আতাউর রহমান।
গত শনিবার সিদ্ধিরগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে সচেতনামূলক সংগঠন সম্প্রীতি আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. এস এম আফসারুজ্জামান।
সংগীতে বিশেষ অবদানের তাকে সম্মাননা প্রদান করে সম্প্রীতি। এ ছাড়া অনুষ্ঠানে সমাজ সেবায় অবদানের জন্য নাসিক প্যানেল মেয়র মিনোয়ারা বেগম ও কাউন্সিলর রুহুল আমিনকে এবং সংগীতে অবদানের জন্য আওলাদ হোসেন, ফজলুল হক খোকন আমজাদ হাসান ও জিএম রহমান রনিকে সম্মাননা প্রদান করা হয়।
মীর মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন সম্পাদক নঈম মাশরেকী , শহীদুল্লাহ মাস্টার, কবি হামিদ কাফি, কবি ও সাংবাদিক ইয়াদী মাহমুদ, সম্প্রীতির সভাপতি আবুল হোসেন, দেলোয়ার হোসেন স্বাধীন প্রমুখ।
সংগীত পরিবেশন করেন হুমায়ুন কবির, মামুন, সামিয়া খন্দকার, ইয়াসমিন, ইতি, তিশা,শর্মী, রতœা, আলবী, টুম্পা, অনন্যা বিশ্বাস, সোহাগী, ফাতেমা, পিংকী, মিথিলা প্রমুখ।