নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশের গনতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান অনির্বাচিত ও অগনতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের উপর জুলুম, নির্যাতন, গুম, খুন ও মামলা হামলা চালিয়ে একদলীয় স্বৈর শাসন ব্যবস্থা চালু করে দেশকে অস্থিদিশীল করে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে দেশের মানুষ আজ চরম কষ্টে দিনাতিপাত করছে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকাস্থ গিয়াসউদ্দিন মডেল স্কুল এন্ড কলেজে এ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক স, ম নুরুল ইসলাম।
এসময় গিয়াস উদ্দিন আরো বলেন, বর্তমান অগনতান্ত্রিক সরকার ব্যবস্থাকে অপসারন করে আগামী দিনে একটি গনতান্ত্রিক, সুষ্ট ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরি এবং একটি নিরপেক্ষ সহায়ক সরকরের ব্যবস্থা চালু করে তার অধীনে সর্বমহলে গ্রহন যোগ্য একটি নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। যে কারনে বর্তমান সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে সে বিষয়টিকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হবে এটাই স্বাভাবিক। কিন্তু দলের হাই কমান্ড তৃনমূলে যাচাই বাছাই করে যাকে মনোনয়ন দিবে আমরা তকে নিয়েই মাঠে কাজ করবো। আমি আমার দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করবো বিনা কারণে যে আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি না করে। বর্তমানে আমাদের দলের অবস্থাকে পরিবর্তন করে সকল ভেদাভেদ ভুলে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।
প্রত্যেকটি ওয়ার্ড থেকে ২৫ জন করে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে ২‘শ ৫০ জন প্রতিনিধিকে নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন, সাত খুনে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর ও থানা বিএনপি’র সাবেক সদস্য শহিদ চেয়ারম্যান, সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা ইমাম হোসেন বাদল, থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, থানা বিএনপি’র সাবেক নেতা আহসান উল্ল্যাহ মুন্সীসহ বিএনপির শতাধিক সাবেক নেতাকর্মী প্রমূখ।
আগামী একাধিক জাতীয় সংসদ নির্বাচন এবং আন্দোলন সংগ্রামকে গতিশীল করতে নেতাকর্মীদেরকে চাঙ্গা করার লক্ষে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে নেতাকর্মীরা জানায়।