যে শিক্ষায় দেশ, জাতি ও নিজেকে পরলৌকিক জ্ঞানে সমৃদ্ধ করে শিশুদেরকে সে শিক্ষা দেয়ার আহ্বান জানালেন নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় ইসলামিক এডুকেয়ার ক্যাডেট একাডেমি নামক নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্নধার ও শিক্ষকদের প্রতি এ আহ্বান জানান।
তিনি তার বক্তব্যে আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত কর্নধার। শিক্ষার মান ভাল হলেই শিক্ষার্থীরা ভাল জ্ঞান অর্জন করতে পারবে। আর তাতেই দেশ এবং সমাজ উন্নত হবে। তাই ভুরি ভুরি সার্টিফিকেট অর্জনের চেয়ে সঠিক জ্ঞান অজর্ন করতে পারলেই দেশ এবং জাতি উপকৃত হবে।
ইসলামিক এডুকেয়ার ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আবু ইউসূখ পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত উক্ত উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোক্তার হোসেন, শাহ আলম, ফজলুল হক ও ডা. দেলোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আ: হালিম সোহাগ।