সিদ্ধিরগঞ্জে কান্দাপাড়া বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে ২দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় দুনিয়া ও আখেরাতের শান্তি ও সমৃদ্ধি কামনায় এ ওয়াজ ও দোয়ার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
কান্দাপাড়া বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো: মনর উদ্দিনের সভাপতিত্বে উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: ত্বোহা, হাজী মো: নাজিম উদ্দিন নাজু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো: সোহরাব হোসেন।
মাওলানা ইসমাঈল হোসেনের উপস্থপনায় অনুষ্ঠিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মোজাম্মেল হক ফারুকী, বিশেষ বক্তা ছিলেন, হাফেজ মাওলানা আব্দুল কাদের আল-আজহার ও আলহাজ্ব মাওলানা আবুল হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করে ইসলামের আদর্শে জীবন গঠনে সহায়ক হোন। ধর্মীয় হানাহানি থেকে আমাদেরকে রক্ষা করুন এবং মাদক থেকে রক্ষা পেতে যুবসমাজকে ইসলামের আদর্শে অনুপ্রানিত হওয়ার আহ্বান জানান।