আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, গুলি, ম্যাগাজিন, ককটেল, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকাসহ চারজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গনমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ভিটি কামালদী এলাকার আব্দুল মতিনের ছেলে মোঃ সুজন (৩০), মনোহরদী এলাকার মোঃ আরজু ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (৩৫), কামালদী এলাকার মোঃ নাঈমের স্ত্রী রুনা বেগম (৩৮) ও শহিদুল ওটফে শহিদুল্লাহ মিয়ার ছেলে মোঃ নাঈম (৪২)। গতকাল রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী (মুন্সিরপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পুরিয়া হেরোইন, ১টি বিয়ারের ক্যান, ১টি প্লাস্টিকের বোতলে অনুমানিক ১৫০ গ্রাম মদ, মাদক বিক্রয়ের নগদ ১৬ লক্ষ ৯০ হাজার টাকা ও ৬ টি টালি খাতা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি মোঃ নাঈম (৪২) তার হেফাজতে অস্ত্র-গুলি ও বিস্ফোরক জাতীয় ককটেল রয়েছে মর্মে জানায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম তল্লাশি করে মোঃ নাঈম এর বসতবাড়ির রান্নাঘরে চালের ড্রামের ভেতর থেকে দুইটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি গুলির খোসা, দুইটি ম্যাগাজিন, ১০টি ককটেল, একটি দা, একটি ধারালো চাকু, একটি ছুরি, একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে পৃথক পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধির নাম 
















