নূরুলহুদা মেহেদী : নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে র্যাব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার মো; নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সাদিয়ানী এলাকার মৃত আলী মর্তুজার ছেলে মো: মিরাজ হোসেন মুন্না (২২), ফেনী জেলার সদর থানার গোবিন্দপুর এলাকার মো: রবিউলের ছেলে মো: মাঈন উদ্দিন (২৭) ও এই থানার মাছিমপুর এলাকার কবির আহম্মদের ছেলে মো: রাকিব (২০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আজ ভোর রাত সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো; মিরাজ হোসেন মুন্না, মো: মাঈন উদ্দিন ও মো: রাকিববে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে ।
প্রতিনিধির নাম 
















