সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
সোমবার (২২ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি বিএনপি’র একজন নিবেদিত প্রান ছিলেন তাকে হারিয়ে দল আজ এক নিবেদিত প্রানকে হারিয়েছে। সিরাজুল ইসলামের মৃত্যুতে দলের অপুরনীয় ক্ষতি আগামী নির্বাচনে দলের জন্য তার মতো নিবেদিত প্রান অনেক প্রয়োজন ছিলো। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন সিরাজুল ইসলামকে জান্নাতবাসী করেন এবং শোকাতুর স্বজনদের এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।
উল্লেখ্য, সোমরাব দুপুর দেড়টায় নাসিক ১নং ওয়ার্ডের মধ্য পাইনাদী নিবাসী আলহাজ সিরাজুল ইসলাম ইন্তেকাল করেণ। সোমবার বাদ এশা সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
প্রতিনিধির নাম 


















