সৌদি আরবে “প্রবাসী নাশীদ ব্যান্ডের” উদ্যোগে ইসলামী সংস্কৃতিপ্রেমি বিশিষ্ট গুণীজন ও উলামায়ে কেরাম এবং সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ ) রিয়াদ ১৮ নং এক্সিটে ইস্তেরাহা সাফওয়াহ’য় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও ডিএমসি গ্রুপের এমডি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক আরিফ রব্বানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ সৌদি আরবের কান্ট্রি ম্যানেজার আল মামুন ফারুক।
শতাধিক মেহমানের উপস্থিতিতে ফ্রেন্ডি প্যাকেজ নিবেদিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডিএমসি গ্রুপের ডিএমডি সাখাওয়াত হুসাইন আরমান, প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও আরটিভি প্রতিনিধি মোহাম্মদ আবুল বশির,বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভি প্রতিনিধি ফারুক আহমদ চাঁন, সৌদি জমিয়ত সেক্রেটারী মাওলানা আব্দুল মুকসিত, ইসলামী আন্দোলন রিয়াদের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, খেলাফত মজলিস রিয়াদের সেক্রেটারী মাওলানা আব্দুল আলীম মেহেদী, সাংবাদিক সোহরাব হোসেন লিটন, সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, সাংবাদিক ফকির আল আমীনসহ আলেম উলামা ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রবাসী নাশীদ ব্যান্ডের শিল্পীরা মনোমুগ্ধকর নাশীদ পরিবেশন করেন।