রিয়াদে অবস্থানরত সিলেট সদর উপজেলার প্রবাসীদের উদ্যাগে সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ও সিলেট সদর উপজেলার ০৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম (টুনু মিয়া) ওমরাহ হজ্জে আগমন উপলক্ষে অতিথিদ্বয়কে এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানটি আল আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রবাসী কমিউনিটি ব্যক্তি মোঃ আব্দুল ওয়াদুদ হোসেন। বক্তব্য রাখেন মোঃ আবদুস সহিদ ও আনোয়ার হোসেন সহ অন্যান্যরা,
আগত দুই অতিথিকে কাছে পেয়ে সিলেট সদর উপজেলা প্রবাসীরা বিভিন্ন কৌশল বিনিময় ও অতিথিদের কে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের দিক তুলে ধরে রমজানের পবিত্রতা রক্ষা সহ প্রবাসীদের হালাল রুজি রোজগারের জন্য দিক নির্দেশনা মূলক আলোচনা ও দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা শাহ ফুজায়েল আহমেদ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত হয়ে অনুষ্ঠান কে প্রানবন্ত করে তোলেন।