সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (এনওসিএস) বরাবর স্বারকলিপি প্রদান করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ভয়াবহ লোডশের্ডি ও বিদ্যুৎ খাতে দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুুপুর বারোটা পর্যন্ত একর্মসূচি পালন করেন তারা। এসময় সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন ¯েøাাগান দেন নেতাকর্মীরা।
বিএনপির এ অবস্থান কর্মসূচি সফল করতে সকাল থেকেই বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির আওতাধীন দশটি ইউনিট ও জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, ও মৎস্যজীবী দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হন। তবে পুলিশের উপস্থিতিতে বেশিক্ষণ অবস্থান করতে পারেনি বিএনপি নেতারা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদারের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিব, জুয়েল আহম্মেদ, মোশাররফ হোসেন, লুৎফর রহমান খোকা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক কায়সার রিফাত, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদসহ প্রমূখ।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- ১৩০ বার পড়া হয়েছে
ট্যাগস :