সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির শিমরাইল শাখার সভাপতি মো: দেলোয়ার হোসেন কেন্দ্রীয় কমিটির (রেজিঃ নং-বি-১৮৬৭) যুগ্ন-সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সিদ্ধিরগঞ্জে সংবর্ধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিমরাইল ট্রাক টার্মিনালে সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বুধবার ( ২৫ জানুয়ারি) বিকেলে সংবর্ধনার আনোজন করা হয়। পরে দেলোয়ার হোসেনসহ সকল নেতাকর্মী মিছিলসহকারে নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর উদ্দিন মিয়াকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির শিমরাইল শাখার কার্যকরী সভাপতি কাজী সাত্তার, সিনিয়র সহ-সভাপতি সেন্টু বেপারী, সহ-সভাপতি মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, যুগ্ন সম্পাদক সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল হক, প্রচার সম্পাদক ফরহাদ শেখ, বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার নেতা রতন মিয়া,ফরহাদ হোসেন ও জসিম উদ্দিনসহ প্রমূখ।
অনুষ্ঠানে মোঃ দেলোয়ার হোসেন কেন্দ্রীয় কমিটির সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগীতা প্রয়োজন। দেশের বৃহত্তম এই সংগঠনের যুগ্ন সম্পাদক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সংগঠনের সুনাম ও নেতাকর্মীদের আস্তা অর্জন করাই হবে আমার দায়িত্ব পালনের প্রধান লক্ষ্য।