মো. আকবর হোসেন : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়ায় ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডিবি পুলিশের ২টি কটি জ্যাকেট, দুই জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ১টি পুরাতন অকেজো ওয়াকিটকি, ১টি কালো রংয়ের খেলনা পিস্তল, ১টি আর্মি পোশাকের সদৃশ্য কটি জ্যাকেট ও ২টি লোহা/স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো- পটুয়াখালির মৃত আবুল কাশেম মৃধার ছেলে খলিলুর রহমান মৃধা(৫৫), মো. জলিল মিঞার ছেলে জামাল আকন(৩৬),
মো. মোজাম্মেল হোসেনের ছেলে আবু সালে হাওলাদার(২৫), সিদ্ধিরগঞ্জের আ. খালেকের ছেলে বিল্লাল(৩৬), ব্রাক্ষ্মনবাড়িয়ার মৃত নান্নু মিয়ার ছেলে আবু হানিফ(৩২) ও কাদের পাটুয়ারীর ছেলে মো. ইউসুফ (২৭)।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জানান, সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় ডিবির পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি হয়ে আসছে। তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন এলাকায় ডিবি পরিচয়ে কারা এই ডাকাতির সঙ্গে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে । সংবাদ পেয়ে দ্রুত এই ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।